
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৩ এএম
খেলার মাঝে দর্শকদের সামনেই প্রকৃতির ডাকে সাড়া দিলেন তিনি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ পিএম

হোসে লুইস বায়েস্তার
আরও পড়ুন
স্প্যানিশ গলফার হোসে লুইস বায়েস্তার গত বছর ইউএস অ্যামেচার জিতেছিলেন। তখনো ততটা আলোচনা হয়নি, যতটা এখন আলোচনা হচ্ছে। না, কোনো শিরোপা জয়ের জন্য নয়। বরং খেলা চলাকালে দর্শকদের সামনে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে খবরের শিরোনাম হচ্ছেন তিনি।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার অগাস্টায় আয়োজিত বছরের প্রথম মেজর মাস্টার্সে অংশ নিয়েছিলেন বায়েস্তার। প্রথম রাউন্ডের বিরতি চলাকালে নিকটবর্তী রায়েস খালে দর্শকদের সামনেই প্রকৃতির ডাকে সাড়া দেন ২১ বছর বয়সী এ স্প্যানিশ অ্যামেচার গলফার।
মুহূর্তেই এ ঘটনা ‘ভাইরাল’ হয়ে যায়। নেটিজেনরা কঠোর সমালোচনা করেন বায়েস্তারের। এমন পরিস্থিতিতে অগাস্টার ন্যাশনাল গলফ ক্লাবের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
বায়েস্তার বলেছেন, ‘আমি ইতোমধ্যে ক্লাবের কাছে ক্ষমা চেয়েছি। আমার মনে হয়, এ ঘটনা ভুলে আমাদের সামনে আগানো উচিত।’
মাস্টার্সে অভিষেকের প্রথম দিনেই বাদ পড়েছেন বায়েস্তার। তার সঙ্গে এই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কাণ্ডে টালমাটাল অবস্থা এই স্প্যানিশ গলফারের।
তবে এমন দুঃসময়ে বন্ধুদের সমর্থন পাচ্ছেন বায়েস্তার। স্প্যানিশ অ্যামেচার গলফার বলেছেন, ‘কয়েকজন বন্ধু আমাকে ম্যাসেজ পাঠিয়ে বলেছে, সব ঠিক হয়ে যাবে। বন্ধু হিসেবে এখনো পাশে আছি। খারাপ সময়েও বন্ধুদের এভাবে পাশে পেয়ে ভালো লাগছে।’
সূত্র: মিরর