
প্রিন্ট: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:২৩ এএম

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৯:০৫ এএম
-67f9d86211180.jpg)
ছবি:সংগৃহীত
আরও পড়ুন
কোনো ক্রীড়া ফেডারেশনের প্রতিষ্ঠাতাকে ছেঁটে ফেলা হয়েছে। কোথাও অসম্মান করা হয়েছে প্রবীণ ক্রীড়া সংগঠককে। এক ডিসিপ্লিনের অভিজ্ঞ সংগঠককে দেওয়া হচ্ছে অন্য ডিসিপ্লিনে। সার্চ কমিটির সুপারিশ করা নাম পরিবর্তন হয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত প্রজ্ঞাপনে।
এ নিয়ে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন সার্চ কমিটির প্রধান জোবায়েদুর রহমান রানা। কোনো ক্রীড়া ফেডারেশনে আবার ফ্যাসিস্ট সরকারের সমর্থকদের পুনর্বাসিত করার অভিযোগও রয়েছে। প্রশ্ন উঠেছে, সার্চ কামিটি তাহলে কাদের ‘সার্চ করছে।
দেশে ৫২টি ক্রীড়া ফেডারেশন। গত বছর ৩০ আগস্ট ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য সার্চ কমিটি গঠনের প্রায় সাড়ে সাত মাস পার হয়েছে। এর মধ্যে মাত্র ২৬টি ক্রীড়া ফেডারেশনে নতুন কমিটি দিতে পেরেছে ক্রীড়া পরিষদ। ২৬টি বাকি দেশে রাগবি খেলার প্রচলন করেন মৌসুম আলী। নতুন অ্যাডহক কমিটি থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে।
নতুন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম লিটনকেও। জাতীয় ক্রীড়া পরিষদের প্রথম প্রজ্ঞাপনে আরচারির কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলকে সাধারণ সম্পাদক পদে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না-সার্চ কমিটির এই নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পদত্যাগের হুমকি দেন রানা। বেকায়দায় পড়ে চপলকে সদস্য করে আরচারিতে নতুন প্রজ্ঞাপন জারি করে ক্রীড়া পরিষদ।
দেশে সাইক্লিস্ট তৈরির কারিগর ‘মামাখ্যাত’ আবদুল কুদ্দুস। হাতে গড়া অনেক সাইক্লিস্ট আন্তর্জাতিক অঙ্গনে পদক জিতেছেন। সাইক্লিংয়ের নতুন কমিটিতে রাখা হয়নি অভিজ্ঞ এই কোচকে। জাতীয় সাইক্লিংয়ে স্বর্ণজয়ী ইমাম হোসেন সোহাগ পরে সংগঠক হিসাবে আÍপ্রকাশ করেন। ২০১৯ নেপাল এসএ গেমসে বাংলাদেশ সাইক্লিং দলের ক্যাম্প কমান্ডার ছিলেন।
সোহাগকে সাইক্লিংয়ের কমিটিতে না রেখে যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনে। যার সারা জীবন কেটেছে সাইক্লিং নিয়ে, বেসবলকে কীভাবে তিনি উন্নতির শিখরে নিয়ে যাবেন? যদিও আশাবাদী সোহাগ, ‘আগে আমি সাইক্লিংয়ের কমিটিতে থাকলেও সেভাবে কাজ করার সুযোগ পাইনি। পরের কমিটিতে তো জায়গায়ই হয়নি। সাইক্লিং নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার। আমি একজন খেলোয়াড় ছিলাম। চাইব দেশের খেলাধুলাকে সামনে এগিয়ে নিতে। এবার সরকার বেসবলের উন্নতির জন্য আমাকে এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। আমি চাই দেশে ক্রিকেটের মতো বেসবলও একদিন জনপ্রিয়তার শীর্ষে উঠুক। সেজন্য যা যা করা দরকার সব করব। ঢাকার বাইরে বেসবলকে নিয়ে যেতে চাই।’