
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ এএম
সার্চ কমিটিকে কাজ শেষ করার নির্দেশ ক্রীড়া মন্ত্রণালয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:২৮ পিএম

আরও পড়ুন
গেল বছরের আগস্টে ক্রীড়াঙ্গনের সংস্কারের লক্ষ্যে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শুরুতে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা ছিল কমিটির। তবে গত অক্টোবরে কমিটি পুনর্গঠন করার সময় প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি।
অবশেষে বৃহস্পতিবার (২০ মার্চ) কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বরাবর এক চিঠি দিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, সার্চ কমিটিকে আগামী ২০ এপ্রিলের মধ্যে কার্যপরিধি মোতাবেক অবশিষ্ট ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন সম্পন্নকরণসহ প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব পেশ করতে হবে।
উল্লেখযোগ্য সংখ্যক ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি এখনো গঠন না হওয়ায় সেগুলোতে আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কারণ এসবের জন্য যে সরকারি বরাদ্দ থাকে, তা নির্দিষ্ট অর্থবছরের (জুলাই-জুন) মধ্যে ব্যয় করতে হয় অন্যথায় অর্থ সরকারি কোষাগারে ফেরত যায়। পূর্ণাঙ্গ/অ্যাডহক কমিটি না থাকায় অনেক ফেডারেশন বা অ্যাসোসিয়েশনকে বরাদ্দ ছাড়করণ হচ্ছে না। এতে ফেডারেশনগুলো স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে এবং ক্রীড়াঙ্গনে নেতিবাচক প্রভাব পড়ছে।
এখন পর্যন্ত কয়েক ধাপে কিছু ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ১৪ নভেম্বর প্রথম দফায় ৯টি, ২৮ জানুয়ারি ৭টি ও গত পরশু ৫টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত ফেডারেশন/এসোসিয়েশনের সংখ্যা ৫৫, এর মধ্যে মাত্র ২১ টি ফেডারেশনের নতুন কমিটি হয়েছে।
গেল বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে বেশকিছু সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি সংস্কার কমিশনেরই সুনির্দিষ্ট মেয়াদ ছিল। অনেক কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। কিন্তু ক্রীড়াঙ্গনের সংস্কারের গঠিত সার্চ কমিটি এখনো নিজেদের কাজ গুছিয়ে আনতে পারেনি। তাই এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই কমিটি তাগাদা দেওয়া হয়েছে।