হাইতিতে অপরাধী চক্রের হামলায় নিহত ৭০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি শহরে স্থানীয় সশস্ত্র অপরাধী চক্র নির্বিচারে গুলি চালিয়ে ৭০ জনকে হত্যা করেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ১৬ জন। প্রাণ বাঁচাতে শহরটি থেকে পালিয়ে গেছেন ৬ হাজার মানুষ।
স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে অপরাধী চক্র গ্র্যান গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৭১ কিলোমিটার উত্তর-পশ্চিমে কেন্দ্রীয় আর্টিবোনিট অঞ্চলের পন্ট-সোনডে শহরে তাণ্ডব চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। এ সময় গ্যাং সদস্যরা কয়েক ডজন বাড়ি এবং যানবাহনে আগুন লাগিয়ে দেয়।
শনিবার জাতিসংঘের অভিবাসন সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।