Logo
Logo
×

বিনোদন

আরেকটি মুকুটের অপেক্ষায় মার্কিন গায়িকা বিলি আইলিশ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৯:৩৪ এএম

আরেকটি মুকুটের অপেক্ষায় মার্কিন গায়িকা বিলি আইলিশ

ছবি: সংগৃহীত

আজই ঘোষিত হচ্ছে ব্রিটিশ মিউজিকের সবচেয়ে মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড ‘ব্রিট’ ২০২৫ জয়ীদের নাম। ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি আয়োজিত এ অ্যাওয়ার্ডের ৪৫তম আসর বসছে লন্ডনে। নাচে আর গানে জম্পেশ সময় কাটাবেন পাশ্চাত্য সংগীত তারকারা। 

৩৬ বছর বয়সি ব্রিটিশ অভিনেতা কমিডিয়ান জ্যাক হোয়াইটহল-এর সঞ্চালনায় অনুষ্ঠানটিতে একে একে ঘোষিত হবে সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার জয়ীদের নাম। এ আসরের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ইন্টারন্যাশনাল অ্যালবাম অব দ্য ইয়ার। 

এ ক্যাটাগরিতে সবচেয়ে সম্ভাব্য বিজয়ী আমেরিকান গায়িকা বিলি আইলিশ। এর আগে ২০২০, ২০২১ ও ২০২২ ব্রিট অ্যাওয়ার্ড আসরে ইন্টারন্যাশনাল ফিমেল সোলো আর্টিস্ট (প্রথম দুবার) এবং ইন্টারন্যাশনাল অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। ‘হিট মি হার্ড অ্যান্ড সফ্ট’ অ্যালবামটি তাকে ব্রিট-এর আরেকটি মুকুট পরার সুযোগ এনে দিয়েছে। শুধু এ ক্যাটাগরিতেই নয়, ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতেও এ মুকুটের দাবিদার হয়েছেন বিলি আইলিশ। 

যদিও এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বিলিকে। কারণ, তার সঙ্গে এ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন- বিয়ন্সে, সাবরিনা কার্পেন্টার, টেলর সুইফ্ট, আদ্রিয়ানা লেঙ্কার, আসাকি, বেনসন বুন, চ্যাপেল রোয়ান, কেনড্রিক ল্যামার প্রমুখ। মাত্র দশ বছরের নাতিদীর্ঘ সংগীত ক্যারিয়ারে এত পুরস্কার পেয়েছেন বিলি আইলিশ-আমেরিকান ভক্তরা তার নাম দিয়েছেন ‘অ্যাওয়ার্ড লেডি’। গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে-দুটি একাডেমি, দুটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এএমএফটি, অ্যাপ্ল মিউজিক পাঁচটি, বিলবোর্ড মিউজিক তিনটি, গাফা (সুইডেন ও ডেনমার্ক) অ্যাওয়ার্ড আটটি, গোল্ডেন গ্লোব দুটি, গ্র্যামি অ্যাওয়ার্ড ৯টি ইত্যাদি। 

আজ অনুষ্ঠেয় ব্রিট অ্যাওয়ার্ডে কমপক্ষে দুটি পুরস্কার হাতছানি দিয়ে ডাকছে বিলিকে। ব্রিট-এর আজকের অনুষ্ঠানে পারফর্ম করবেন-জেইড, মাইল্স স্মিথ, সাবরিনা কার্পেন্টার, টেডি সুইম্স প্রমুখ। অনুষ্ঠানটি থেকে প্রাপ্য অর্থ ব্রিট ট্রাস্ট-এর মাধ্যমে দাতব্য কাজে ব্যয় হবে বলে জানিয়েছে ব্রিটিশ ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (বিপিআই)।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম