Logo
Logo
×

গান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত, যা বললেন আয়োজকেরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৫ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কনসার্ট স্থগিত, যা বললেন আয়োজকেরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত উন্মুক্ত কনসার্ট ‘রিবিল্ডিং দ্য নেশন’ হচ্ছে না।শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কনসার্ট।কিন্তু হঠাৎ করেই এক দিন আগে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আয়োজকেরা।

হঠাৎ কনসার্টটি স্থগিত করার কারণ হিসেবে আয়োজকেরা নিরাপত্তার ইস্যু উল্লেখ করেছেন। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংস্কৃতিক সেলের সম্পাদক সালাউদ্দিন সৌরভ গণমাধ্যমকে বলেন, নিরাপত্তা ইস্যুতে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।তার ভাষ্য- অংশগ্রহণকারী, দর্শক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, আমরা কোনো ঝুঁকি নিতে চাইছি না।এটি পিছিয়ে পরের সপ্তাহে করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, তাই ঈদের পর আয়োজনের পরিকল্পনা রয়েছে।

কনসার্টটির প্রধান আকর্ষণ ছিলেন নগরবাউল জেমস।এতে আরও গান গাওয়ার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্টসেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা ফাইভ, ক্রিপটিক ফেইট, কুঁড়েঘর, কাকতাল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানসহ অনেকের।

এর আগে আয়োজকেরা জানিয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ উন্মুক্ত কনসার্ট হতে যাচ্ছে এটি। যেই ভেন্যুতে কয়েক লাখ মানুষ একসঙ্গে নিরাপদে গান শুনতে পারবে।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম