Logo
Logo
×

বিনোদন

স্ত্রীর সঙ্গে কলহে র‌্যাপারের আত্মহত্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৯ পিএম

স্ত্রীর সঙ্গে কলহে র‌্যাপারের আত্মহত্যা

ছবি: সংগৃহীত

উড়িষ্যার জনপ্রিয় র‌্যাপার নেটদুনিয়ায় 'জাগারনট' নামে পরিচিত। 'কটক অ্যান্থেম' গান দিয়েই গায়ক হিসাবে অভিনব সিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই গানই তাকে গীতিকার হিসাবেও জনপ্রিয়তা এনে দেয়।

বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হলো সেই উড়িষ্যার র‍্যাপার ও ইঞ্জিনিয়ার অভিনব সিংয়ের দেহ। মৃত অভিনবের বয়স মাত্র ৩২ বছর। রোববার রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছে। ইতোমধ্যে এই মৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ অভিনব সিংয়ের মৃত্যুর সঠিক কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বেঙ্গালুরু শহরে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন র‍্যাপার ও ইঞ্জি. অভিনব সিং। তার পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের কারণেই আত্মহত্যা করেছেন তিনি। তাকে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে পরিবার। পারিবারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব। এর মধ্যে ময়নাতদন্তের পর অভিনবের দেহ তার উড়িষ্যার বাড়িতে পাঠানো হয়েছে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়।

অভিনবের পরিবার ছেলের মৃত্যুর ঘটনায় উড়িষ্যার লালবাগ থানায় অভিযোগ করেছে। অভিনবের বাবা বিজয় নন্দ সিং তার অভিযোগে  ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করেছেন এবং বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাদের দাবি, অভিনব নিজের স্ত্রী এবং অন্যদের কাছ থেকে মানসিক নির্যাতন সহ্য করেছেন।

উল্লেখ্য, অভিনব সিং ওরফে 'জাগারনট'-এর একাধিক র‍্যাপে তার স্থানীয় সাংস্কৃতিক উপাদান রয়েছে। তবে গত বছর আগস্টে বিতর্কেও জড়িয়েছিলেন অভিনব। অভিনেত্রী সুপ্রিয়া মিউজিক ভিডিও লঞ্চের অনুষ্ঠানে তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনেন। যে ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার তদন্তও শুরু হয়। এ ছাড়া সিং ভুবনেশ্বরের একটি ওওয়াইও হোটেলে আরেকটি ঘটনায় জড়িয়ে পড়েন এই র‍্যাপার। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তার থাকার হোটেলটি সিল করে দেয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম