ছবি: সংগৃহীত
সংগীতশিল্পী রাজীব সম্প্রতি বাংলাদেশ বেতারের জন্য একটি মৌলিক গান গেয়েছেন। ‘তোমার হাতে’ শিরোনামের এ গানটির রেকর্ডিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি লিখেছেন মিজানুর রহমান মিথুন, সুর ও সংগীত পরিচালনা করেছেন অশোক কুমার সরকার।
এ গান প্রসঙ্গে রাজীব বলেন, ‘এটি অনেক সুন্দর রোমান্টিক একটি গান। কথামালাও বেশ সুন্দর। সুর, সংগীত সব মিলিয়ে শ্রোতাদের মনে প্রেম জাগাবে গানটি। তাই এ রকম একটি ভালোবাসার গান আমি আমার প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গ করেছি। তাকে ভেবেই গানটি করা।’ শিগ্গির এটি বাংলাদেশ বেতারে প্রচার হবে।
এদিকে নতুন আরও কিছু গানের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। পাশাপাশি স্টেজ অনুষ্ঠানে গান গাইছেন নিয়মিত।
প্রসঙ্গত, ২০০৫ সালে একটি রিয়েলিটি শো দিয়ে সংগীত জগতে আসেন রাজিব। ২০১০ সালে তার গাওয়া ‘কালিয়া সোনারে গত নিশি কোথা ছিলে’ শিরোনামের একটি গান দিয়ে বেশ জনপ্রিয়তা পান এ সংগীতশিল্পী।