ছবি: সংগৃহীত
বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী রোদসী ইসফার ফাতেমী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তিনি। তার লেখা ও সুরে ১১টি গান নিয়ে ‘অনুভূতির আলোড়ন’ নামে একটি মৌলিক অ্যালবাম প্রকাশ হয় ২ নভেম্বর।
এর আগে ১৮ অক্টোবর অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অনুভূতির আলোড়ন’র ভিডিও প্রকাশিত হয় রোদসীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। সেই সঙ্গে স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস, অ্যামাজানসহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে গানগুলো প্রকাশ হয়েছে।
এসব গানের সংগীত আয়োজন করেছেন রোদসী, জগৎ জিত ও আদিব কবির। এদিকে এ অ্যালবামের কয়েকটিসহ আরও কিছু গান নিয়ে একটি একক কনসার্টে অংশ নেবেন এ সংগীতশিল্পী। এটি অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে।