Logo
Logo
×

গান

ঈদুল আজহায় যেসব গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম

ঈদুল আজহায় যেসব গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

ফাইল ছবি

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে কে না চেনেন? দেশজুড়ে তিনি পরিচিত তার অদ্ভুত গায়কির কারণে। ঈদে তার একক গানের অনুষ্ঠান ইস্যু হয়ে উঠে স্রোতামহলে। তার গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে ট্রল করার জন্য। 

বিগত বছরগুলোর মতো এবারের ঈদুল আজহাতেও গান শোনাবেন তিনি। ঈদের দিন রাত সাড়ে ১০টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। 

একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। 

গানগুলোর শিরোনাম হলো— ভেঙে চুরে ছারখার, তোমার হাসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো— ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এছাড়াও থাকছে- আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমণী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে।

মাহফুজুর রহমান ২০১৬ সালের ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হয়ে সারা দেশে হইচই ফেলে দেন। সর্বত্রই তাকে নিয়ে চলে আলোচনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম