Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃত্যুর গুজব

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম

সোশ্যাল মিডিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমের মৃত্যুর গুজব

বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তাকরিমের শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।  

মূলত হাফেজ তাকরিম নামে বাগেরহাটের ফকিরহাটে অন্য একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন হাফেজ মো. তাকরিম শেখ (২০)। সেদিন বিকাল ৫টায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

তাকরিম শেখ উপজেলার লখপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসাশিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। 

এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। মূলত নামের একটি অংশ মিল থাকায় এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।  

বিশ্বজয়ী সালেহ আহমাদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর ছাত্র তিনি।  

হাফেজ সালেহ আহমদ তাকরীম সংযুক্ত আবর আমিরাত, সৌদি আরব ও ইরানে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা হওয়ার গৌরব অর্জন করেন।  তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক আর মা গৃহিণী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম