Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

বাংলাদেশকে মালয়েশিয়া বানাতে চান আজহারী! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৪:৩৩ পিএম

বাংলাদেশকে মালয়েশিয়া বানাতে চান আজহারী! (ভিডিও)

বাংলাদেশকে মালয়েশিয়া বানানোর ইচ্ছা পোষণ করেছেন বর্তমান সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী! 

রোববার রাজধানী কুয়ালালামপুর আমপাং পার্কের উইসমা এমসিএ কনভেনশন সেন্টারে এক তাফসির মাহফিলে এমনটিই জানালেন আজহারী।

তিনি বলেন, ‘মালয়েশিয়ার মতো দেশ খুঁজে পাওয়া দুষ্কর। তিন জাতি কী সুন্দরভাবে বানাইছে সাতু মালয়েশিয়া। এই যে ক্ষমতার রদবদল হলো, কোনো রক্তপাত হইছে?’

প্রবাসীদের উদ্দেশে আজহারী বলেন, ‘তাদের (মালয়েশিয়া) কাছ থেকে এগুলো শিখেন না কেন? এগুলো দেশে নেন না কেন? আমরা বাংলাদেশে গিয়ে বানাব সাতু বাংলাদেশ।’ 

উল্লেখ্য, মালয়ি ‘সাতু’ শব্দের বাংলা প্রতিশব্দ হলো ‘এক’।

মাহফিলে মালয়েশিয়ার জন্য দোয়া করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান জনপ্রিয় এ বক্তা। 

আজহারী আরও বলেন, ‘বাংলাদেশে বিবাদ, রক্তপাত, প্রহসন আর অপরাজনীতি– আমরা আর চাই না। আমরা চাই আমাদের দেশের রাজনীতিবিদরা ভদ্র হোক, সভ্য হোক, জনগণকে নিয়ে ভাবুক।’

প্রসঙ্গত চলতি বছরের মার্চ পর্যন্ত বাংলাদেশে সব তাফসির কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়ে গবেষণার কাজে মালয়েশিয়ায় চলে যান আজহারী।

গত ২৯ জানুয়ারি তার ফেসবুক পেজে এক পোস্টে আজহারী লেখেন– ‘পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এ বছরের তাফসির প্রোগামের ইতি টানতে হচ্ছে। তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাল্লাহ।’

এর পর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে যাননি। আজহারী মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেয়ার পর তাকে নিয়ে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম