Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

আপা, দোষী হলে গ্রেফতার করে জেলে দিন, না হলে দায়মুক্তি দিন: রাব্বানী

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ১১:০২ এএম

আপা, দোষী হলে গ্রেফতার করে জেলে দিন, না হলে দায়মুক্তি দিন: রাব্বানী

দুর্নীতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে অপসারিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে  সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। 

সেখানে রাব্বানী বলেছেন, তিনি যদি দোষী হন তা হলে তাকে যেন গ্রেফতার করে জেলে নেয়া হয়, না হলে তাকে যেন দায়মুক্তি দেয়া হয়।

এ ছাড়া কোন অপরাধে তিনি শাস্তি পাচ্ছেন তা তিনি জানেন না বলেও ওই স্ট্যাটাসে উল্লেখ করেন রাব্বানী। 

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া ওই স্ট্যাটাসে ডাকসু জিএস রাব্বানী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের চাঁদা দাবির নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। 

তিনি বলেন, তদন্ত করলেই বের হয়ে আসবে, কে আসল চাঁদাবাজ।

শেখ হাসিনার উদ্দেশ্য করেন রাব্বানী লেখেন, প্রাণপ্রিয় নেত্রী, আপনি আশা-ভরসা আর আস্থার শেষ ঠিকানা। একবার নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিন, ঠিক জানতে পারবেন, আপনার শোভন-রাব্বানী এমন কোন অন্যায় করেনি, যাতে এভাবে কষ্ট পাবে, নিগৃহীত হবে!!

কোন মিডিয়া ট্রায়ালে আর কারও সাজা না হোক। সব বিষয়ে সঠিক তদন্ত হোক। আমাদের বক্তব্য শোনা হোক।

দোষী হলে গ্রেফতার করে জেলে দিন, না হলে দায়মুক্তি দিন!’

প্রসঙ্গত গত বছরের ১৪ সেপ্টেম্বর ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম