
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৩:১৩ এএম
বই লিখেছেন সালমান মুক্তাদির

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০১:০৪ পিএম

আরও পড়ুন
বই লিখেছেন আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তার বইয়ের নাম ‘বিহাইন্ড দ্য সিন’। এবারের একুশে বইমেলায় বইটি মোড়ক উন্মোচন হবে।
বইমেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে বইটি। এছাড়া রকমারিডটকম থেকেও যে কেউ বইটি প্রি-অর্ডার করে পেতে পারেন। এটি প্রকাশ করছে অধ্যায়ন প্রকাশনী।
এক ফেসবুক স্ট্যাটাসে এমন তথ্য নিশ্চিত করেছেন সালমান। বই লেখা নিয়ে সালমান মুক্তাদির বলেন, মানুষের ভণ্ডামি, অযৌক্তিকতা, হিউম্যান সাইকোলজি আর মানুষের স্বভাব নিয়ে বইটি লেখা। এতে সাহিত্য বা গ্রামার বেইজড কিছু নেই।