ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে ঘুমন্ত অক্টোপাস! ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ১১:০২ এএম
ঘুমিয়ে আছে একটি অক্টোপাস। ঘুমের মধ্যেই সেটি রং পাল্টাচ্ছে। স্বপ্ন দেখার সময় পানির নিচে রং পাল্টাতে থাকে অক্টোপাস। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অক্টোপাসের রং পাল্টে কখনও হচ্ছে হলুদ, কখনও আবার লালচে হচ্ছে।
আর এই রং পাল্টানোর দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়।
কলকাতার জি ২৪ঘন্টা নিউজের প্রতিবেদনে বলা হয়, গায়ের রং পরিবর্তন অবশ্য অক্টোপাসের ক্ষেত্রে নতুন কিছু নয়। শত্রুর হাত থেকে রক্ষা পেতে অক্টোপাস গায়ের রংয়ের পরিবর্তন করে। কিন্তু ঘুমের মধ্যে এত দ্রুত রং পরিবর্তন নিয়ে জীববিজ্ঞানীরা নতুন সম্ভাবনা দেখছেন।
জীববিজ্ঞানীদের ধারণা, সেই অক্টোপাস ঘুমের মধ্যে সমুদ্রের নিচে কাঁকড়া খাওয়ার স্বপ্ন দেখছিল। সেই জন্য তার গায়ের রং বদলে বাদামি হচ্ছিল। এই প্রক্রিয়াকে ফ্যাসিনেটিং বলছেন বিজ্ঞানীরা।