Logo
Logo
×

সোশ্যাল মিডিয়া

কমিউনিটি গাইডলাইন না ভাঙলেও ভুয়া খবরে বন্ধ হবে ফেসবুক

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ১২:৫৪ পিএম

কমিউনিটি গাইডলাইন না ভাঙলেও ভুয়া খবরে বন্ধ হবে ফেসবুক

কমিউনিটি গাইডলাইন না ভাঙলেও ভুয়া খবরে বন্ধ হবে ফেসবুক

কমিউনিটি গাউডলাইন ভঙ্গ না করলেও ভুয়া খবরে বন্ধ করে দেয়া হবে ফেসবুক পেজ বা গ্রুপ। এমন কঠোর নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। রাশিয়া  থেকে তৈরি ৩৬৪টি পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর পরই ফেসবুকের পক্ষ থেকে ভুয়া খবর রোধে এমন ঘোষণা এলো। খবর ফরচুন অনলাইন।

এ নিয়ে গত বুধবার সতর্ক করে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, কোনো পেজ বা গ্রুপের ক্ষেত্রে যদি কমিউনিটি গাইডলাইন ভাঙার প্রমাণ না পাওয়া গেলেও ভুয়া খবর ছড়ালে সক্রিয় পদ্ধতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এতে আরও বলা হয়েছে, ফেসবুক যদি কোনো কনট্যান্ট মুছে ফেলে বা সরিয়ে দেয় বা যে পোস্টের কারণে কোনো পেজ বন্ধ করা হয়। সেটি যদি আবার নতুন পেজে পোস্ট করা হয়, তবে সে পেজও বন্ধ করে দেয়া হবে।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের এ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ভুয়া খবর ও তথ্যের বিরুদ্ধে লড়াই করতে বড় আকারের দল গঠন করেছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম