
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৩ পিএম

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক গোলাম সামদানী কোরায়শী ১৯২৯ সালের ৫ এপ্রিল নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী বাবু শেখ আবু আছল মোহাম্মদ আবদুল করিম কোরায়শী এবং মাতার নাম আলতাফুন্নেসা। গোলাম সামদানী কোরায়শী ১৯৩৭ থেকে ৪১ সাল পর্যন্ত নেত্রকোনার চন্দ্রনাথ হাইস্কুল ও বীর আহাম্মদপুর হাইস্কুলে লেখাপড়া করেন। এরপর ১৯৪৫ থেকে ৫০ সাল পর্যন্ত বাস্তা জুনিয়র মাদ্রাসা (নেত্রকোনা) ও কাৎলাসেন মাদ্রাসায় পড়েন (ময়মনসিংহ)। কাৎলাসেন মাদ্রাসা থেকে ১৯৫০ সালে আলিম পরীক্ষায় ১ম শ্রেণিতে অষ্টম স্থান অধিকার করেন তিনি। ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে ১৯৫২ সালে জামাতে উলা (ফাজিল) পরীক্ষায় ১ম শ্রেণিতে তৃতীয় স্থান এবং ১৯৫৪ সালে এমএ (কামিল) পরীক্ষায় ১ম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করেন। ১৯৫৫-৫৬ সালে তিনি নাসিরাবাদ ইন্টারমিডিয়েট কলেজ (ময়মনসিংহ) থেকে আইএ পরীক্ষায় ১ম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে বাংলায় ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯ সালে বাংলায় (অনার্স) এবং ১৯৬০ সালে এমএ পাশ করেন। গোলাম সামদানী কোরায়শী ১৯৫৫ সালে হাই মাদ্রাসায় শিক্ষকতা করেন। এরপর তিনি ড. মুহম্মদ শহীদুল্লার সম্পাদনা সহকারী, পূর্ব পাকিস্তানের আঞ্চলিক ভাষার অভিধান প্রকল্প এবং পান্ডুলিপি ও সংকলন বিভাগ, বাংলা একাডেমিতে (১৯৬১-৬৮) কাজ করেন। বাংলা বিভাগের অধ্যাপক হিসাবে ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের (১৯৬৮-৯১) সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
অধ্যাপক গোলাম সামদানী কোরায়শীর সাহিত্যকর্ম বিশাল। তার মৌলিক রচনার পাশাপাশি অনুবাদ ও সম্পাদনার পরিমাণ অনেক। তার উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে-আরবি সাহিত্যের সংক্ষিপ্ত ইতিহাস, সাহিত্য ও ঐতিহ্য, ইসলাম ও আমেরিকা, আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইসলাম, আসামীর কাঠগড়ায় ইত্যাদি। তার রচিত জীবনী ও আত্মজীবনীর মধ্যে উল্লেখযোগ্য-ছোটদের দুদুমিয়া, যখন একাকী, সিন্ধুর এক বিন্দু। উপন্যাস : ষষ্ঠীমায়া, স্বর্গীয় অশ্রু, পুত্রোৎসর্গ, মহাপ্লাবন। গল্প ও গল্প সংকলন : কালকেতু উপাখ্যান, শাদ্দাদের বেহেস্ত, কাল নাগিনী, কোরবাণী, দুর্ভিক্ষ, একুশের কড়চা, বাঁশী ইত্যাদি। গোলাম সামদানী কোরায়শী কুমারদী আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার (১৯৮৭), অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার (১৯৯০), স্বাধীনতা পুরস্কারসহ (২০১৭) নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৯১ সালের ১১ অক্টোবর মৃত্যুবরণ করেন।