Logo
Logo
×

সকাল বেলার পাখি

বই আলোচনা

বোকা ফড়িংয়ের রহস্যভেদ

Icon

তৌহিদ আহাম্মেদ লিখন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কিছুদিন আগে কবি ও ছড়াকার এরশাদ জাহানের ‘বোকা ফড়িং’ নামে একটি ছড়ার বই পড়লাম। ছড়াগ্রন্থটি সহজ, সরল ভাষায় লেখা। ১৬ পৃষ্ঠার বইটিতে ১৪টি ছড়া রয়েছে। প্রতিটি ছড়াই শিশুদের ভাবতে ও কল্পনার জগতে হারিয়ে যেতে সাহায্য করবে। এ বইয়ের প্রথম ছড়া ‘ভোর’-এ চমৎকার একটি লাইন হচ্ছে, ‘পাখির ঠোঁটে ফুটছে গানের খই’। ছোটবেলায় আমরা খই ভাজতে দেখেছি। সেই খই ফোটার শব্দ আজও মনে পড়ে। লাইনটি শিশুকে ভাবতে সাহায্য করবে। ছড়াশিল্পী পরের ছড়াটি লিখেছেন একটি সাধক পাখিকে নিয়ে। যে পাখি একটি ডালে বসে থাকে চুপটি করে আর সুযোগ পেলেই ছোঁ মেরে শিকার করে। মাছরাঙা পাখিকে ছড়াকার সাধক পাখি বলে অভিহিত করেছেন। এ ছাড়াও তিনি এ ছড়ার বইয়ে তুলে এনেছেন শালিক পাখিকে। তিনি তার ‘বোকা ফড়িং’ শিরোনামের ছড়াতে শালিক পাখিকে একবার আবিষ্কার করেছেন শিকারি হিসাবে আবার গায়ক হিসাবে। ‘পাখিদের সংগীত’ শিরোনামে ছড়ায় শালিককে গায়ক হিসাবে উপস্থাপন করেছেন। লিখেছেন, ‘ঝিঙে লতায় ফিঙে বসে/ টিং টিঙে টিং ঢোল বাজায়/ বেনে বউ আর শালিক মিলে/ হারমোনি ও খোল বাজায়। এ ছাড়া তার অন্যান্য ছড়াগুলোতে ফুল, পাখি, গাছপালা, চিল, সাপ, প্রজাপতি, চাঁদ, বৃষ্টি, আকাশ, মেঘ, তারা, পুতুল ইত্যাদি প্রাকৃতিক উপাদান তুলে ধরেছেন। ঠিক শিশুর ভাষার মতো ছড়াশিল্পী তার ছড়াগুলো সাজিয়েছেন। গ্রন্থটির বিশেষত্ব হলো প্রকৃতি ও কল্পনা জগতের অপূর্ব সংমিশ্রণ, যা শিশুদের জন্য শিক্ষণীয় ও আনন্দদায়ক। বইটির শেষ ছড়া ‘আমার প্রিয়’ শিরোনামের ছড়াটি। এ ছড়ায় শিশুর দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন। শিশুটির মা-বাবা, ভাই-বোন, কাকা-ফুফু ও দাদা-দাদির প্রিয় জিনিসগুলো উল্লেখ করেছেন। তাদের পছন্দের তালিকায় বিভিন্ন উপাদান থাকলেও শিশুটির পছন্দের তালিকায় রয়েছে বাংলাদেশের মাটি। শিশুতোষ এ ছড়াগ্রন্থটি শিশুর কাল্পনিক ও মানসিক পৃথিবী গঠনে সাহায্য করবে বলে মনে করি।

বোকা ফড়িং : এরশাদ জাহান। প্রকাশনী : পাপড়ি প্রকাশন।

প্রচ্ছদ : মোমিন উদ্দীন খালেদ।

মূল্য : ১০০ টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম