পানামা কই? প্রশ্ন কাকার, কোথায় গণচীন
জানতে আমি পড়তে বসি, ভূগোল প্রতিদিন।
কে বানাল তাজমহল আর কে যে কলম্বাস
জবাব পেতে রুটিন করে পড়ছি ইতিহাস
সূর্য কেন দিচ্ছে আলো, বাতাস কেন প্রাণে
প্রশ্নগুলোর জবাব আমি খুঁজেছি বিজ্ঞানে
ইলিশ কেন সাগরে হয়, কোথায় স্রোতের টান
জানতে এসব বই নিয়েছি সমুদ্র-বিজ্ঞান
হৃৎপিণ্ডে ব্লক কেন, ক্লান্ত কেন হই
জবাব পেতে হাতে নিলাম মেডিকেলের বই
দুই দ্বিগুণে কত হবে প্রশ্ন রাখে ভাই
জবাব দিতে দ্রুত আমি অংকে ফিরে যাই
যার যা ইচ্ছে প্রশ্ন করুক, আমার দারাজ খোলা
আমার ঘরের বুক সেল্ফে বই রয়েছে তোলা।