Logo
Logo
×

সকাল বেলার পাখি

বুকের ভেতর বাংলাদেশ

Icon

জাকির আবু জাফর

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমার মনে স্বাধীনতার নতুন রেষ

বুকের ভেতর ছড়িয়ে আছে বাংলাদেশ!

উপুড় করে ভালোবাসি দেশকে তাই

বুকের কাছেই গোলাপ ফুলের গন্ধ পাই।

পায়ের তলায় সবুজ ঘাসের সেই কি সুখ

পাতায় আঁকি বখতিয়ারের ঘোড়ার মুখ!

ভাবতে গেলেই আবু সাঈদ মুগ্ধ হয়

আমরা এখন মৃত্যুকেও পাই না ভয়!

আমরা এখন বাংলাদেশের নতুন বীর

স্বাধীনতার প্রশ্নে আমরা তিতুমীর!

যে যাই বলুক পথ আমাদের সত্য পথ

দেশকে ভালোবেসে সবাই নিই শপথ!

দেশের জন্য জান গেলেও, যাক তবে

দেশ তবুও মর্যাদাময় দেশ হবে!

চোখ রাঙানির ধার ধারি না, কথা শেষ

এখন আমার মুক্ত স্বাধীন বাংলাদেশ!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম