Logo
Logo
×

সকাল বেলার পাখি

গল্প-কার্টুন

গল্প : আবদুল হাই শিকদার, আঁকা : কাওছার মাহমুদ

Icon

প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলতো, পাখিদের বয়স বেশি নাকি মানুষের বয়স বেশি?

মানুষের।

মোটেই না। আরে মানুষরা এলো তো এই, সেদিন। মাত্র ২০ লাখ বছর আগে। আর পাখিরা পৃথিবীতে এসেছে এখন থেকে ১৯ কোটি বছর আগে জুরাসিক আমলে। বুঝলে।

তাই না কি!

এবার বল সব মিলিয়ে বাংলাদেশে কত প্রজাতির পাখি আছে? কুইজ নাম্বার টু।

কি জানি বাপু। তুইই বলে দে।

বাংলাদেশে সব মিলিয়ে পাখি আছে ৭৭৮ প্রজাতির। তার মধ্যে এদেশেই যাদের জন্ম ও ঘরবাড়ি তাদের সংখ্যা ধর ৪৭১। আর যারা শীতকালে বেড়াতে আসে, আবার চলে যায়। এদের সংখ্যা কত, কত... এই যে, দাঁড়াও খাতা খুলে বলে দিচ্ছি।

অনেক হয়েছে। এবার জামাকাপড় ছাড়। আমি টেবিলে নাশতা লাগাচ্ছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম