ন্যাসড্যাক তালিকাভুক্ত হতে চায় শপআপ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০৯ এএম
![ন্যাসড্যাক তালিকাভুক্ত হতে চায় শপআপ](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/15/image-828148-1720980577.jpg)
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিকিউরিটিজ ডিলার অটোমেটেড কোটেশনে (ন্যাসড্যাক) স্টক মার্কেটে তালিকাভুক্ত হতে চায় শপআপ।
রাজধানীর একটি হোটেলে রোববার ‘ইনসাইট এক্সচেঞ্জ : বিহাইন্ড দ্য সিনস অব এ স্টার্টআপ’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে এ কথা জানান শপআপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফিফ জামান।
এ সময় অনুষ্ঠানে শপআপের প্রেডিডেন্ট মামুন রশীদ, চিফ প্রোডাক্ট অফিসার আতাউর রহিম চৌধুরী, চিফ বিজনেস অফিসার সুজায়েথ আলি, চিফ টেকনোলজি অফিসার নবনীথা কৃষ্ণান জে প্রমুখ উপস্থিত ছিলেন।
আফিফ জামান বলেন, স্টার্টআপ নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। স্টার্টআপ একটি ব্যবসায়িক মডেল নয়। এটি একটি ব্যবসা শুরু করার উপায়। আমরা খুচরা বিক্রেতার সঙ্গে নির্মাতাদের সংযোগ করতে সাহায্য করি। আমাদের প্রায় ৬৫ শতাংশ বিনিয়োগকারী বিদেশি। এজন্য আমরা প্রথম বাংলাদেশি কোম্পানি হিসাবে ন্যাসড্যাকে তালিকাভুক্ত হতে চাই। এখন এটা আমাদের স্বপ্ন।
শপআপের প্রেসিডেন্ট মামুন রশিদ বলেন, আমাদের কাজ উৎপাদক থেকে পণ্য ছোট দোকানে নিয়ে আসা। যাতে তারা সময়মতো এবং ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দিতে পারে। যদিও আমরা সরাসরি ভোক্তাদের সঙ্গে লেনদেন করি না। আমরা খুচরা বিক্রেতাদের সঙ্গে নির্মাতাদের সংযোগ করি।
তিনি বলেন, ছোট দোকানের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা ৩ দশমিক ১ কোটির বেশি মানুষের কাছে পৌঁছেছি। আমাদের লক্ষ্য তা ৮ কোটিতে উন্নীত করা।