সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে যুগান্তর
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫ পিএম
যুগান্তরের ২৫ বছরে পর্দাপণ উপলক্ষ্যে বাগেরহাটে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট প্রেস ক্লাবের মুজিব বর্ষ হলে বর্ণাঢ্য আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারোয়ার, বাগেরহাট যুগান্তর স্বজন সমাবেশের প্রতিষ্ঠাকালীন দুজন সদস্য পৌর কাউন্সিলর মো. ওলিউজ্জামান মোজা এবং শেখ আব্দুল জব্বারের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর শওকাত আলী বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দুর্নীতি প্রতিরোধ বাগেরহাট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি মানিক মাহমুদ, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, নিউজ টুয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর ইউনুস রাজু, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, প্রেস ক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকী, পেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমস, যুগান্তর স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা ও দৈনিক যুগান্তরের বাগেরহাট জেলা প্রতিনিধি শওকত আলী বাবু।
যুগান্তর স্বজন সমাবেশের সহ-সভাপতি ও বাগেরহাটের সাংস্কৃতিক সংগঠন অংকুরের প্রতিষ্ঠাতা মীর ফজলে সাঈদ ডাবলুর সভাপতিত্বে এবং যুগান্তর সমাবেশের সহ-সভাপতি সুযশ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক শেখ আহসানুল করিম, স্বজন সমাবেশের প্রতিষ্ঠাতা সদস্য অমিয় কুমার পাল, মো. মনজুরুল ইসলাম, স্বজন ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলী, বাংলা ভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি মোল্লা মাসুদুল হক, আরটিভির সাংবাদিক মো. শামসুর রহমান, এটিএন বাংলার সাংবাদিক আমিরুল বাবু, সমাজ সেবক সরদার শুকুর আহমেদ, কল্লোল সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, সময় টিভির স্টাফ রিপোর্টার আলী আকবর টুটুল, বাংলা নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক এসএস সোহান, বাগেরহাট যুগান্তর স্বজন সদস্য ক্রিকেট আম্পায়ার একেএম মুসা, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকন, মো. ওমর আলী, শিক্ষক সাবেরা ইশরাত মৌসুমী, সাংবাদিক আল আমিন খান সুমন, মোহাম্মদ বাচ্চু, মোহাম্মদ তৌফিক, সারা মারিয়ম, সাকিব আশরাফী, সাবরিনা আশরাফী প্রমুখ।
অতিথিরা বলেন- বাংলাদেশের অন্যতম শিল্প উদ্যোক্তা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের অনন্য সৃষ্টি দৈনিক যুগান্তর পত্রিকা। এ পত্রিকাটি প্রকাশের দিন থেকে এখন পর্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। সাদাকে সাদা এবং কালোকে কালো বলাতে পিছপা হয়নি। আমরা আশা রাখি গণমানুষের কল্যাণে যুগান্তরের এ ধারাবাহিকতা শতবছর অব্যাহত থাকবে।