
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০১ পিএম
চুয়াডাঙ্গায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৮ পিএম

আরও পড়ুন
চুয়াডাঙ্গায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. উজ্জ্বল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাংবাদিক নেতা শেখ সেলিম।
উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ফজলে রাব্বী সাগর, খাইরুল ইসলাম, জামান আখতার, আবুল হাশেম, আতিয়ার রহমান, এমএ মামুন, আবদুস সালাম, হোসাইন মালিক, আলম আশরাফ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগান্তরের জেলা প্রতিনিধি আহাদ আলী মোল্লা।