যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টঙ্গীতে র্যালি
টঙ্গী পশ্চিম ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম
যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টঙ্গীতে স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার বিকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী থানা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সভাপতি অলিদুর রহমান অলি।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রাথী এমএম নাসির উদ্দিন, টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, দৈনিক যুগান্তর মহানগর প্রতিনিধি বিল্লাল হোসেন মোল্লা, যমুনা টেলিভিশনের গাজীপুর স্টাফ রিপোর্টার পলাশ প্রধান, টঙ্গী পশ্চিম প্রতিনিধি জাকির হোসেন, পূর্ব প্রতিনিধি লুৎফুজ্জামান লিটন, প্রথম আলোর টঙ্গী প্রতিনিধি মাহমুদ আল-আমিন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, হুমায়ুন কবীর বাপ্পি, স্বজন সমাবেশ টঙ্গী শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন ও সাংগঠনিক সম্পাদক ডা. নয়ন পাটোয়ারী।
এতে আরও উপস্থিত ছিলেন- সাংবাদিক রফিকুল ইসলাম মাখন, মৃণাল চৌধুরী সৈকত, গোলাম আজাদ, নাঈমুল হাসান, আবু সালেহ মুছা, তাওহিদুল ইসলাম, এসএম মনসুর মাসুদ, আনোয়ার হোসেন পিন্টু, সুজন সারোয়ার, তাওহীদ কবির, জহিরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর আকন্দ, নারগিস আক্তার স্মৃতি, নারী উদ্যোক্তা লতিফা আক্তার শিমু প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ছিলেন একজন দূরদর্শী মানুষ। তিনি দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে বহু শিল্প কারখানার গড়ে তোলেন। সেসব কারখানায় লাখ লাখ মানুষ কাজ করে তাদের সংসার চালাচ্ছেন। পরে উপস্থিত সবার মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক ও তোবারক বিতরণ করা হয়।