Logo
Logo
×

২ যুগে যুগান্তর

কোম্পানীগঞ্জে যুগান্তরের দুই যুগ পূর্তিতে জমকালো আয়োজন

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৯ পিএম

কোম্পানীগঞ্জে যুগান্তরের দুই যুগ পূর্তিতে জমকালো আয়োজন

যুগান্তরের দুই যুগ পূর্তি উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবগঠিত স্বজন সমাবেশ কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে স্বজন সমাবেশ কোম্পানীগঞ্জ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে আনন্দ ভাগ করে নেন স্বজন সমাবেশের স্বজন, যুগান্তরের পাঠক, সাংবাদিক, পেশাজীবী, শুভাকাঙ্ক্ষীসহ অতিথিরা।

বেলা ১১টায় স্বজন সমাবেশের নবগঠিত কমিটির সভাপতি করিমুল হক সাথীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদ এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।

এসময় বক্তব্য রাখেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, বিশিষ্ট লেখক কবি রফিকুল ইসলাম চৌধুরী, স্বজনের উপদেষ্টা প্রভাষক নুর মোহাম্মদ, বেসরকারি হাসপাতাল সমিতি কোম্পানীগঞ্জ শাখার চেয়ারম্যান আবদুল কুদ্দুস, চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি শফি উল্লাহ, ব্যবসায়ী গোলাম শরীফ চৌধুরী পিপুল, চরফকিরা ইউপি চেয়ারম্যান জায়দল হক কচি, কালবেলা নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, স্বজন সমাবেশের সদস্য গোলাম কিবরিয়া বেলাল, সদস্য মহিউদ্দিন লিপু প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন যুগান্তরের সাবেক প্রতিনিধি আমেরিকা প্রবাসী মো. জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার তোহা, দৈনিক সমকাল প্রতিনিধি তবিকুর রহমান টিপু, নয়া দিগন্তের প্রতিনিধি ফরিদ উদ্দিন রাসেদ, সহ-সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা, স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাফিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অনুষ্ঠানে অতিথিসহ সবাইকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম