
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ এএম
পণ্যে ভ্যাট ও শুল্ক রিভিউ হচ্ছে: অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১০:৫৪ পিএম

আরও পড়ুন
একশ পণ্যের ওপর সম্প্রতি ভ্যাট ও সম্পূরক শুল্ক আরোপের বিষয়টি নতুন করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বাড়তি ভ্যাটে পণ্যের দামে প্রভাব ফেলছে এমন দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ভ্যাটের কারণে সম্পূর্ণ না, কিছু কিছু জায়গায় হয়তো হয়েছে। তবুও আমরা রিভিউ করছি।
এর মধ্যে কিছু অত্যাবশ্যকীয় পণ্য ওষুধ, পোশাকসহ সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে এমন পণ্য রয়েছে। এটি চ‚ড়ান্ত করে জানানা হবে। তবে আমদানিকৃত ফলের জুসসহ কিছু পণ্য আছে সেগুলো পর্যালোচনা করা হবে না।
বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রতি কেজির মূল্য ৯৭.৯১ টাকা হিসাবে ব্যয় হবে প্রায় ৯৮ কোটি টাকা। এছাড়া টিসিবির জন্য ৫ হাজার টন চিনি কেনা হবে। টিসিবির জন্য ২ কোটি ২০ লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কেনা হবে। রাশিয়া থেকে ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া ২০২৫ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন) নবম শ্রেণি, দাখিল ও কারিগরি নবম শ্রেণির বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবের দরপত্রের আইডি সংশোধনে অনুমোদন দেওয়া হয়েছে। এক্ষেত্রে অর্থের পরিমাণ ৪ কোটি ৩৫ লাখ টাকা।