Logo
Logo
×

সারাদেশ

পাবনায় ৪ দৃষ্টি প্রতিবন্ধীর এইচএসসি জয়

চোখের আলো নিভে গেলেও অন্তরের আলোয় উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তারা

Icon

আখতারুজ্জামান আখতার, পাবনা

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৯ পিএম

চোখের আলো নিভে গেলেও অন্তরের আলোয় উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন তারা

চোখের আলো নিভে গেলেও অন্তরের আলো দিয়েই এবারের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন পাবনার ৪ দৃষ্টি প্রতিবন্ধী। তারা ৪ জনই পাবনার সিঙ্গা মানবকল্যাণ ট্রাস্টের আবাসিক শিক্ষার্থী।

দৃষ্টি প্রতিবন্ধী এই ৪ শিক্ষার্থীর মধ্যে- পাবনা সদর উপজেলার দোগাছি গ্রামের চাঁদ আলী প্রামাণিকের ছেলে মো. আল আমিন হোসেন (জিপিএ ২.৯২), রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (জিপিএ ৩.৪২), পাবনার সাঁথিয়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে আব্দুস সবুর (জিপিএ ২.৯০) এবং পাবনা সদর উপজেলার চরতারাপুর গ্রামের ইসাহাক প্রামাণিকের ছেলে শাকিল প্রামাণিক (জিপিএ ২.৮৩) পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থীরা পাবনার সিঙ্গা মানবকল্যাণ ট্রাস্টের সার্বিক খরচে আবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখা করেন। এদের মধ্যে শিক্ষার্থী আল আমিন হোসেন ও রবিউল ইসলাম পাবনার দোগাছি উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে, আব্দুস সবুর শহীদ এম মনসুর আলী কলেজ থেকে এবং শাকিল প্রামাণিক ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা জানান, তাদের চোখের আলো নিভে গেছে; কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্নে তারা জিইয়ে আছে। অন্যদের মতো তারাও স্বপ্ন দেখেন। তাই চোখের আলো নিভে গেলেও দৃঢ় মনোবল এবং অন্তরের আলোতেই তারা সফল হয়েছেন। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কাজে নিজেদের সম্পৃক্ত করবেন বলে অনুভূতি ব্যক্ত করেন।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর (অব.) আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন জানান, দৃষ্টি প্রতিবন্ধী, এতিম, দরিদ্র হতদরিদ্র ও অভিভাবকহীন ছেলেদের মানবকল্যাণ ট্রাস্টের নিজস্ব খরচে থাকা, খাওয়া, চিকিৎসাসহ পড়ালেখা করানো হয়। প্রতিবছরই এই প্রতিষ্ঠান থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স ও মাস্টার্স পরীক্ষায় শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতিত্বের সাক্ষর রাখছেন। তারা বিশেষ ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করেন। দেশের বিভিন্ন স্থান থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের এই ট্রাস্টে বিনাপয়সায় লালন পালন করে দক্ষ করার পর তারা কর্মস্থলে চলে ফিরে যান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম