ঢাবির বিজ্ঞান ইউনিটে প্রথম নটর ডেমের প্রতীক রসুল
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে প্রথম হয়েছেন রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল। তার প্রাপ্ত নম্বর ১১১ দশমিক ২৫।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন, ইউনিটের সমন্বয়করা।
ভিসি জানান, ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ।
ফলাফল যেভাবে দেখা যাবে
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পরপরই ভর্তিচ্ছুরা ফল জানতে পারন। ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ফল জানা যাবে। এছাড়া টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য DU ALS