Logo
Logo
×

ফলাফল

ভিকারুননিসায় বাঁধভাঙা উচ্ছ্বাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ পিএম

ভিকারুননিসায় বাঁধভাঙা উচ্ছ্বাস

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২২ এর ফলাফল প্রকাশ হয়েছে আজ (বুধবার)। ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বুধবার দুপুরের পর থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাড়তে থাকে ফলপ্রত্যাশী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি। এরপর প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে কর্তৃপক্ষের টানিয়ে দেওয়া ফল দেখে উচ্ছ্বাস, আনন্দ আর হৈ-হুল্লোড়ে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

দলবেঁধে উল্লাস আর ‘ভিকারুননিসা, ভিকারুননিসা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। দীর্ঘ সাধনা-পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ প্রকাশে বিজয় চিহ্ন দেখিয়ে, ছবি আর সেলফি তুলতে ব্যস্ত তারা। আনন্দে বাজাতে থাকেন ড্রামও। 

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের জিপিএ-৫ পাওয়া ছাত্রী নভেরা তালুকদার নোভা জানালেন, ভবিষতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এ ভালো ফলাফলের জন্য বাবা ও মায়ের অবদান স্বীকার করে নোভা বলেন, বাবা-মায়ের ইচ্ছা ও আমার চেষ্টায় এ অর্জন। 

পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থীর মা মাহবুবা খাতুন বলেন, প্রত্যাশা যেমন ছিল মেয়ের কাছ থেকে তেমনি ফল পেয়েছি।  আমার ইচ্ছা মেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবে। এখন যদি তার পছন্দমতো জায়গায় ভর্তি হতে পারে সেটি হবে আমাদের প্রত্যাশা।

অপর এক অভিভাবক বিলকিস আক্তার বলেন, সন্তানরা সারা বছর কষ্ট করেছে। এ ফলাফলের মধ্য দিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে। সন্তানদের ভালো ফলাফলে আমরা অনেক খুশি। 

পাশ করা শিক্ষার্থী মাইশা জারিন বলেন, করোনাকালীন সময়ে আমাদের বিশেষ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি ওভারকাম করে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করেছি। যার ফলাফলও পেয়েছি। 

এবার কলেজটি থেকে তিনটি বিভাগে মোট ২ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ২ হাজার ৩৩৯ জন। অনুপস্থিত ছিলেন ৭ জন। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৯.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার একজন শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৮৫.৭০ শতাংশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম