Logo
Logo
×

সাহিত্য

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ডা. এবিএম আবদুল্লাহ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:২২ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ডা. এবিএম আবদুল্লাহ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। 

সম্প্রতি ২০২৩ সালের সাহিত্য পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে বাংলা একাডেমি। এছাড়া শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য পুরস্কার অর্জন করেছেন নির্মলেন্দু গুণ ও রামেন্দু মজুমদারসহ ছয় বিশিষ্টজন। 

একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় মনোনীতদের সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

এতে আরও বলা হয়, ‘আবু রুশদ সাহিত্য পুরস্কার’ এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন ডা. এবিএম আবদুল্লাহ। সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পাচ্ছেন ড. অনুপম সেন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা। 

এছাড়া ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারে’ ভূষিত হচ্ছেন কবি ওমর কায়সার। বোস-আইনস্টাইন কনডেনসেট বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কারে’ মনোনীত হয়েছেন আবদুল গাফফার। এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম