Logo
Logo
×

অন্যান্য

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ‘গণতন্ত্র মঞ্চের'

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১১:১৮ এএম

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান ‘গণতন্ত্র মঞ্চের'

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছে সাতদলীয় বিরোধী রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। বন্যাদুর্গত মানুষের পাশে ‘সর্বোচ্চ শক্তি নিয়ে না দাঁড়ানোর’ জন্য সরকারের ‘দায়িত্বহীনতা’ দায়ী মন্তব্য করে জোটের নেতারা বলেছেন, ‘সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণে উপদ্রুত মানুষদের ভোগান্তি ক্রমশ বাড়ছে।’

রোববার রাষ্ট্র সংস্কার আন্দোলনের পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

পরে গণতন্ত্র মঞ্চের পক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গণতন্ত্র মঞ্চের কর্মসূচি প্রণয়নের জন্য পূর্বনির্ধারিত বৈঠকে ৭ সংগঠনের নেতারা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জনগণের অর্থে গঠিত রাষ্ট্রীয় তহবিল, বিপদগ্রস্ত মানুষের বিপদের সময় তাদের জন্য খরচ না করে, বিভিন্ন কায়দায় অপচয় এবং পাচার করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। সভায় অবিলম্বে হাওড়ের স্বাভাবিক পানি প্রবাহের সব প্রতিবন্ধকতা দূর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।’ 

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, যুগ্ন আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. জাহেদুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক হাসিবউদ্দিন হোসেন, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, হাবিবুর রহমান প্রমুখ। 

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু জানান, আগামী ২৬ জুন সকাল ১১টায় ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পরবর্তী সভা হবে। সেখানে গণতন্ত্র মঞ্চের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত হতে পারে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম