Logo
Logo
×

বিএনপি

‘যেকোনো সময় সরকারের পতন হতে পারে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম

‘যেকোনো সময় সরকারের পতন হতে পারে’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। বর্তমান ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে। বেনজীর বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করেনি।’ 

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, ‘আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা।’

তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচিত নেতা। বাংলাদেশের মানুষও যার ওপর নির্ভর করে। যিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন এই কথাটি বাংলাদেশের মানুষ এবং দক্ষিণ এশিয়ার মানুষ বিশ্বাস করে। যাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। সবকিছু প্রত্যাহার করে তার (তারেক রহমান) দেশে আসার ব্যবস্থা করার দাবি জানাই।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ সরকার নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ ছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই।’

ঈদের আগে বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘সারা দেশে ঈদের উৎসব চললেও বিএনপি নেতাকর্মীদের পরিবারে ঈদের আনন্দ নেই। অনেকে এখনো কারাবন্দি। ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন অনেক দিন ধরে কারাগারে কষ্টে দিন পার করছেন। পরিবারে একমাত্র উপার্জনকারী ছেলে কারাগারে থাকায় অসুস্থ হয়ে পড়েছেন তার মা। অবুঝ ছেলে-মেয়েরা বাবার জন্য কান্নাকাটি করছে। এসব দেখে অসুস্থ মানুষের পক্ষে টিকে থাকা সম্ভব না। ঈদের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দিদের মুক্তি দেওয়া না হলে সকারের পরিণতি হবে ভয়াবহ।’

নয়াপল্টনে পৃথক আরেকটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের সময়ও পুরো জাতিকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর এই আওয়ামী লীগই গণতন্ত্রের টুটি চেপে ধরে হাজার হাজার তরুণ হত্যা করেছিল। গণতন্ত্র একবার ছিনতাই হলে তা পুনরুদ্ধার করা কঠিন। এটিকে ফিরিয়ে আনতে হলে আত্মত্যাগ করতে হয়। আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অ্যাডভোকেট পারভীন কাউসার মুন্নী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম