ছেলেকে না পেলে মা-বোন বাবাকে ধরে নিয়ে যাচ্ছে: সেলিমা রহমান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পিএম
সরকারি নির্দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর আইনশৃংখলা বাহিনীর খড়গ চলছে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, গত ২৮ অক্টোবরের পর সরকার আমাদের প্রায় ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। অনেক ভাই ও বোনেরা ঘরে ঘুমাতে পারে না। ছেলেকে না পেলে মাকে, ভাইকে, বোন কিংবা বাবাকে নিয়ে যাচ্ছে। অনেককে ধরে নিয়ে যায় মুক্তিপণ দাবি করে।
রাজধানীর প্রেসক্লাবের সামনে রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। মিছিলে মিছিলে বাংলাদেশ ভরে দেব। তবুও আমরা এই সরকারের নির্বাচন মানব না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলে আপনারা কেউ (আওয়ামী লীগ) টিকতে পারবেন না।’
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ দেশ বাংলাদেশের মানুষের। আপনারা রাজপথে নেমে আসুন, প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলুন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, তারা লাঠিয়াল বাহিনী, হেলমেট বাহিনী তৈরি করে জনগণের ওপর অত্যাচার করছে। এটা বেশিদিন চলবে না।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘কারাগারে বিএনপির নেতাকর্মীদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। আজ দেশের বিচার বিভাগ চলছে একজনের নির্দেশে। বিশ্বের কোথাও বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন নেই। সরকার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ অনেকগুলো কার্যালয় বন্ধ করে রেখেছে।’
‘আজ ডান-বাম সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। শিগগির বাংলাদেশের জনগণ বর্তমান আওয়ামী সরকারের পতন ঘটাবে,’ যোগ করেন সেলিমা রহমান।
সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রমুখ।