Logo
Logo
×

বিএনপি

খন্দকার মোশাররফের আবেদন খারিজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৯:৫৩ এএম

খন্দকার মোশাররফের আবেদন খারিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার পুনঃতদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার দুর্নীতি মামলায় পুনরায় সাক্ষী ডাকার সুযোগ নেই এবং মামলাও চলবে।

এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে তার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন ড. খন্দকার মোশাররফ। যেটি খারিজ হয়ে যায়।

আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র যথাযথ হয়নি। যেসব সম্পত্তি নিয়ে অভিযোগ আনা হয়েছে- তা নিজের নামে নেই উত্থাপন করে মামলাটির পুনঃতদন্ত ও সাক্ষ্যগ্রহণ চেয়ে আবেদন করেছিলেন ড. খন্দকার মোশাররফ।

২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তার তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক। ওই বছরের ১৭ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম