Logo
Logo
×

অন্যান্য

‘মুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০২:৪৫ এএম

‘মুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল’

শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছরের শাসনামলে জাসদের প্রায় ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল বলে ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান।

শনিবার দিনগত রাত একটার দিকে তিনি এ স্ট্যাটাস দিয়েছেন।  

স্ট্যাটাসে তিনি আরও লেছেন, বাংলাদেশের ইতিহাসে জাসদের মতো এতো ত্যাগ আর কোনো দলকে শিকার করতে হয়নি। কিন্তু কোথায় আজ জাসদ? কেবল ভুল রাজনীতির কারণে এক সময়ের বিরাট সম্ভাবনার দলটি ক্ষয় হতে হতে প্রায় নিঃশেষ হয়ে গেছে।

মারুফ কামালের ওই স্ট্যাটাসে নানা মন্তব্য করেছেন তার ভক্ত ও ফেসবুক ব্যাবহারকারীরা।

মাইনুদ্দিন মাহাদি নামের একজন কমেন্টবক্সে লিখেছেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই ইতিহাসের নির্মম শিক্ষা।

ওয়াহেদ আলম লিখেছেন, জাসদের লোকেরা সেই ইতিহাস ভুলে গেছে। আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র জাসদের লোকেরাই হয়েছে।

গাজী আলাউদ্দিন আহমেদ লিখেছেন, জনগ‌নের পালস বুঝ‌তে ব‌্যর্থ হ‌লে চরম খেসারত দি‌তে হয় সংগঠন‌কে।

হাবিব বাবুল নামের একজন মন্তব্য করেছেন, ৩০ হাজার কথাটি মনে হয় ঠিক না, তবে সারাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটেছে। এর কোনো সঠিক হিসাব নাই। 

জাসদ শেখ মুজিব মারুফ কামাল খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম