জুলাই অভ্যুত্থান ‘তথাকথিত আন্দোলন’ বলায় ছাত্রশিবিরের নিন্দা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানকে ‘তথাকথিত আন্দোলন’ বলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাবি ছাত্রশিবির।
সোমবার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ ও মহিউদ্দীন খান এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের এ ধরনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন, জাতীয় ঐক্য বিরোধী ও অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন।
বিবৃতিতে তারা বলেন, জুলাই-আগস্টে বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থী সমাজ যে সাহসিকতা, লড়াই, আত্মসম্মানবোধ, ঐক্য এবং দিল্লী শাহীর গোলাম ফ্যাসিস্ট হাসিনার জুলুমের বিরুদ্ধে আত্মত্যাগের উদাহরণ পেশ করেছিলেন তা অভূতপূর্ব।
তারা আরও বলেন, জুলাই বিপ্লব ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর ব্যতীত বাংলাদেশের সকল মত ও পথের মানুষকে একত্রিত করেছিল। পিলখানা থেকে শাপলার গণহত্যা, জাতীয় নেতৃবৃন্দের বিচারিক হত্যাকাণ্ড, গুম, খুন এবং অবিচারের ভয়াবহ সে সংস্কৃতি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এদেশে কায়েম করেছিল তার বিপরীতে বাংলাদেশের মানুষ তার অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে। ছাত্রদলের এমন বক্তব্য শহীদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সাথে প্রতারণা, এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ ও ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি স্বতঃস্ফূর্ত ও গণমুখী সংগ্রামকে আওয়ামী বাকশালীদের মতো অপমানসূচক শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখানো অন্যায্য ও অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদলের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
