
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পিএম
মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।
এদিকে ঠাকুরগাঁও-১
(সদর) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল।
এবার সেই আসনে
জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলাওয়ার হোসেন। সম্প্রতি
তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।
রোববার দুপুরে
নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলাওয়ার হোসেন।
বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছেন অনেকে।
ফেসবুক পোস্টে
দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা
স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’
মোহা. ইয়াসিন
নামের একজন লিখেছেন,‘ ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা করার নিয়ম জামায়েত নেতা থেকে শেখা
উচিত’।
আরেকজন লেখেন,
‘রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশা করি এবং করা উচিত’।
প্রসঙ্গত, সকাল
সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে
রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।