
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম
বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারত, আশা রাষ্ট্রদূত মুশফিকের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৩১ পিএম

আরও পড়ুন
বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে ভারত, এমন আশা প্রকাশ করেছেন মেক্সিকোতে ঢাকার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এক ফেসবুক পোস্টে তিনি এ আশা ব্যক্ত করেন।
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির একটি ছবি নিজের ওয়ালে শেয়ার করে ক্যাপশনে তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠককে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্বাগত জানাই।
বাংলাদেশ আবারও সার্বভৌম ও সাহসী পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রাপ্য অবস্থান পুনরুদ্ধার করছে বলে উল্লেখ করেন এই রাষ্ট্রদূত। তিনি জানান, এটি লক্ষ্যভিত্তিক, সরাসরি, ভারসাম্যপূর্ণ ও সূক্ষ্ম কূটনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত।
মুশফিকুল আরও বলেন, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সরকার বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়ার মাধ্যমে নতুন করে ভাবছে—এটি একটি ইতিবাচক অগ্রগতি। আশা করছি ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবেন।
এমন কূটনীতি ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এটি আঞ্চলিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যৎ আমাদের হাতে—এগিয়ে যাওয়ার সময় এখনই!