
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৪:৩৬ পিএম
খালেদা জিয়া লন্ডনে কেমন আছেন, জানালেন মির্জা ফখরুল

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০৩:৩২ পিএম

আরও পড়ুন
খালেদা জিয়া লন্ডনে ‘এখন ভালো’ আছেন, পরিবারের সঙ্গে ঈদ করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘‘আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন বেটার আছেন।’’
‘‘আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পর উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিংক ফর আস।”
কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এরকম প্রশ্রের জবাব দেন বিএনপি মহাসচিব।
বলেন, ‘‘ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না… এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।”
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নিয়ে যাওয়া হয়।
‘খালেদা জিয়ার কারাগার জীবন প্রসঙ্গে’ মির্জা ফখরুল বলেন, ‘‘ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলখানার মধ্যে। সেখানে তার কোনো চিকিৎসা হয়নি। আমরা বিশ্বাস করি যে কারগারে তাকে স্লো পয়েজিং করা হয়েছে। এটা যদি ম্যাডামকে জিজ্ঞাসা করেন উনি বলবেন না। কারণ উনি সেই ধরনের মানুষ না... একবারের জন্য বলবেন না।”
‘‘ম্যাডামকে যে ঘরে রাখা হয়েছিলো সেই ঘরটা ছিলো স্যাঁত স্যাঁতে, সমস্ত দেয়ালের আস্তর ভেঙে ভেঙে পড়ছিলো এবং ইুঁদুর দৌড়াদৌড়ি করতো… এরকম অবস্থা ফেইস করেছেন আমাদের ম্যাডাম।এর পরেও…. আমি বেশি বলতে চাই না যে, কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতেই হইবে যে সে মরে নাই। এখন নতুন করে পরীক্ষা দিতে হবে।”