
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:২৫ পিএম

কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

আরও পড়ুন
বিএনপির ব্যানারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ইফতারের ঘটনায় দলটির আরও তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার রাতে প্রত্যেক জনকে আলাদা আলাদা করে এ নোটিশ দেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার, গোলাম মহিউদ্দিন জিলানী ও আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি স্বাক্ষরিত নোটিশে বলা হয়, গত ২২ মার্চ ভিটিকান্দি ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির ব্যানারে এ ইফতার মাহফিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন জিলানী ও সদস্য মোহাম্মদ আলী।
এ নিয়ে পুরো উপজেলার বিএনপির নেতাকর্মীদের মাঝে ক্ষোভের জন্ম হয়েছে। বিএনপির ব্যানারে আওয়ামী লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল শিরোনামে দৈনিক যুগান্তরে একটি সংবাদও প্রকাশ হয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পদবিধারী নেতাদের সঙ্গে সামনের সারিতে বসে ইফতার ও দোয়ার মাহফিলে অংশগ্রহণ করেছেন। বিষয়টি নিয়ে উপজেলার বিএনপির মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আপনার এরূপ কর্মকাণ্ডে বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় আপনাকে কেন বহিষ্কার করা হবে না তার সুনির্দিষ্ট প্রমাণের আলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে আপনাকে জবাব দেওয়ার জন্য আদেশ করা হলো।
নোটিশ প্রাপ্তদের দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।