
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম
ফ্যাসিস্টরা একযোগে একটি মিথ্যাকে সত্য বলে চালিয়েছিল: হাসান উদ্দিন সরকার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১০:১৯ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, বিগত ফ্যাসিস্ট পতিত আওয়ামী প্রধান শেখ হাসিনা ও তার দোসররা একযোগে একটি মিথ্যাকে সত্য বলে অপপ্রচার চালিয়েছিল। হাসিনা যা বলত বা হাসান মাহমুদকে দিয়ে যা বলাতেন সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার প্রেতাত্মারা এক স্বরে সুর মিলিয়ে ওই মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করা হতো। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নিলনকশার মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সরকার তার বিজয় যেভাবে ছিনিয়ে নিয়েছিল এর জন্য তিনি ঈদের পর আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।
শনিবার দুপুরে বিএনপির জেলা
ও মহানগর কার্যালয় প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও স্বাধীনতার
ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা
জিয়ার রোগ মুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব
কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক
সহ-সভাপতি সৈয়দ আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা আব্দুল্লাহ
আল মামুনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন
বিএনপির কেন্দ্রীয় নেতা ডা.
মাজহারুল আলম। গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম মিয়া, সদর
মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তেৌহিদুল ইসলাম রনি, মহানগর মহিলা
দল নেত্রী দীপা চেৌধুরী, বিএনপি নেতা আব্দুল বাতেন মোল্লা, অবসরপ্রাপ্ত বিডিআর সৈনিক
মজিবুর রহমান রহমান প্রমুখ বক্তব্য রাখেন।