
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২৯ এএম
এলডিপির ইফতার মাহফিলে ড. রেদোয়ান
‘শেখ হাসিনা ১শ কোটি টাকা ও মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন’

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম

আরও পড়ুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমাকে এবং কর্নেল অলি আহমেদকে ১শ কোটি টাকা, ১০টি সংসদীয় আসন এবং দুইজনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন। আমরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।
বাড়েরা ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণেই রাজনীতি করা উচিৎ। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। এ সময় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বাড়েরা ইউনিয়ন এলডিপি সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান একেএম শামছুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন কালা।
উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাড়েরা ইউনিয়ন এলডিপি সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভুঁইয়া, গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. দুলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ ভুঁইয়া, গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি রয়েল রাফি, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা গণতান্ত্রিক ছাত্রদল নেতা অরুণ রায় রুপক, বশির, জাহাঙ্গীর, জহির, মোস্তফা প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাড়েরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু তাহের প্রমুখ।