
প্রিন্ট: ৩১ মার্চ ২০২৫, ০১:৪৫ এএম
‘আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত’

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০১:৪২ এএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
স্বাধীনতাহীন জাতির কোনো অধিকারের গ্যারান্টি থাকে না; তাই অর্জিত স্বাধীনতা সুসংহত ও অর্থবহ করে গণমানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দলমত, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা।
বুধবার বিকালে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য আবু সাঈদ মণ্ডল, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ প্রমুখ।
আব্দুর রহমান মূসা বলেন, আমাদের স্বাধীনতা জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে দেশের অর্জিত স্বাধীনতাকে অর্থবহ ও টেকসই করার জন্য জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছে। ৫ আগস্ট বিপ্লবেও আমরা ছাত্র-জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছি। আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছি।
তিনি মহান স্বাধীনতা সংগ্রামে শাহাদাত বরণকারী জাতীয় বীরদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।