
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০১:৪৯ এএম
গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে: হেলাল উদ্দিন

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:১৫ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার আগে কোনো নির্বাচন নয়, জুলাই শহিদদের চেতনা ধারণ করতে হবে আমাদের। বায়তুল মোকাররমসহ দেশের সবজায়গা চাঁদামুক্ত করতে হবে।
বায়তুল মোকাররম
সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে মসজিদ মার্কেট ব্যবসায়ীদের সম্মানে রোববার সংগঠনের পল্টন
থানা কর্মপরিষদ সদস্য ও বায়তুল মোকাররম ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে
ও সহসভাপতি রোকন উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা
বলেন হেলাল উদ্দিন।
বিশেষ অতিথি
ছিলেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির জননেতা
শাহীন আহমদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক সভাপতি সিবগাতুল্লাহ, ঢাকা সিটি করপোরেশন এর ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল খন্দকার
আব্দুর রব।
অন্যদের মধ্যে
বক্তব্য দেন, বায়তুল মোকাররম জুয়েলারি সমিতির সাবেক সেক্রেটারি এনামুল হক খান দোলন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার কর্মপরিষদ সদস্য যথাক্রমে নজরুল ইসলাম মজুমদার
ও মোহাম্মাদ আল-আমীন রাসেল।
এতে আরও উপস্থিত
ছিলেন বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সেক্রেটারি মিজানুর রহমান মিনু, সহকারী সেক্রেটারি
জাকির হোসেন প্রমুখ।