Logo
Logo
×

রাজনীতি

পিজিতে এখনও বহাল তবিয়তে আ.লীগের দোসররা : ছাত্রদল নেতা আউয়াল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০১:৫৩ এএম

পিজিতে এখনও বহাল তবিয়তে আ.লীগের দোসররা : ছাত্রদল নেতা আউয়াল

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল বলেছেন, পিজি হাসপাতালের নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দোসররা অবাধে চলাফেরা করে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। মনে হচ্ছে শুধু মোড়ক পরিবর্তন হয়েছে; কিন্তু ভেতরের উপাদান একই রয়ে গেছে।

শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সরকারি ও বেসরকারি রেসিডেন্ট বৃন্দের আয়োজনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় গণঅভ্যুত্থানে আহত ছাত্রদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

ডা. আউয়াল বলেন, নির্বাচনের জন্য সাধারণ মানুষ মুখিয়ে আছে। সকল সংস্কারের প্রস্তাব আড়াই বছর আগে ৩১ দফার মধ্যেই সকল সংস্কারের প্রস্তাবনা দেয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. এরশাদ মিয়া, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, বর্তমান আহ্বায়ক ডা. এএসএম নাজেম, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব ডা. নাভিম কবির প্রতীক, শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. কাজী আবু তালহা ফয়সাল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ সভাপতি ডা. মামুন, ডা. ইমরান হাফিজ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. পিয়াস হাসান, ডা. মমি আনসারি, ডা. ওমর খৈয়াম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. ফয়সাল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ডা. নুরুন্নবী সজীব, ছাত্রদল নেতা ডা. সাব্বির শরীফ শাকিল, মুশফিক, শিহাব, সিফাত-সহ ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম