
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ১১:১৪ এএম
সাবেক সেনা কর্মকর্তা আমলাদের নিয়ে নতুন দলের আত্মপ্রকাশ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সাবেক সামরিক ও বেসামরিক কর্মকর্তা, এনজিওকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে দেশে ‘জনতার দল’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। দলটির স্লোগান হচ্ছে ‘ইনসাফ জিন্দাবাদ’।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে
বৃহস্পতিবার নতুন দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়। দলটির চেয়ারম্যানের দায়িত্ব
পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল। বিকাল সাড়ে ৩টায় পবিত্র কুরআন তেলাওয়াতের
মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। এরপর জুলাই-আগস্টের অভু্যত্থানে আহতদের পরিচয়
এবং সম্মাননা জানানো হয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য
রাখেন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হয়।
জনতার দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক
দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সাধারণ সম্পাদক
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ-সদস্য
সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিক আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান,
লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চেৌধুরী,
সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয় প্রমুখ।
দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো.
শামীম কামাল বলেন, আমাদের রাজনৈতিক দর্শন ফিলিসি্তন। ফিলিসি্তনে নেতা তৈরি হতে দুই
ঘণ্টাও সময় লাগে না। আমরা ঐতিহাসিকভাবে মীমাংসিত বিষয় নিয়ে অহেতুক তর্কে জড়াতে চাই
না। তিনি বলেন, আমরা শুধু সত্ সাহসী শিক্ষিত দেশপ্রেমিক নিষ্ঠাবান মানুষ নিয়ে এগোতে
চাই। এতে যদি আমাদের ১০ জন লোক থাকে সেই ১০ জন নিয়েই এগোতে চাই। বাংলাদেশের রাজনৈতিক
দলগুলোর বিগত দিনের ইতিহাস দেখেছি তাদের সময় শেষ হওয়ার আগে পালিয়ে যেতে বাধ্য হয়।
আমাদের দলীয় অ্যাকাউন্ট পাবলিক করে দেব। সবাই দেখতে পারবে। সব রাজনৈতিক দল যেদিকে চলে
আমরা স্রোতের বিপরীতে গিয়ে চলতে চাই।