Logo
Logo
×

রাজনীতি

ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১০:৩৭ পিএম

ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করতে হবে। বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্থার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আমরা আশ্বস্ত হচ্ছি না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে- ৫টি বা ৬টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা পরীক্ষা করুন। রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে জনসাধারণ। তাই জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় নির্বাচনের আগে দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বুধবার কুমিল্লার শহরতলীর শাসনগাছায় জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত জুলাই-আগস্ট বিপ্লবে আহত এবং শহিদদের স্মরণে গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 

হাসনাত বলেন, চাঁদাবাজি টেন্ডারবাজি মাঠ দখল পুকুর দখল শুরু হয়ে গেছে। যারা দখলবাজ চাঁদাবাজ তাদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশে দিন। চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া ঠিক নয়।

তিনি বলেন, কেউ চাঁদা চাইলে বলবেন হাসনাতকে দিয়ে দিছি, আপনারা হাসনাত আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। কুমিল্লায় কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।

হাসনাত বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে ফায়দা নেওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনে পেট্রোল ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছে। 

তিনি বলেন, এক খাপে দুই তলোয়ার যেমন থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না।

এ সময় আরও বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব রাশেদুল হাসান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম