Logo
Logo
×

রাজনীতি

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জামায়াত আমিরের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম

গাজায় ইসরাইলি হামলার নিন্দা জামায়াত আমিরের

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ইসরাইলের হামলার নিন্দা ও ধিক্কার জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সব রীতিনীতি, আইন-কানুন ন্যূনতম মনুষ্যত্ব বিসর্জন দিয়ে গাজায় যুদ্ধবিরতির মধ্যেও এই পবিত্র রমজান মাসেও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল।’

ইসরাইলি হামলার নিন্দা ও ধিক্কার জানিয়ে জামায়াত আমির বলেন, ‘হে আল্লাহ, আপনি আপনার একান্ত মেহেরবানীতে গাজাবাসীকে, ফিলিস্তিনকে রক্ষা করুন, সাহায্য করুন ও জালিমদের পরাজিত করুন।’

‘আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমীন।’ বলেন জামায়াত আমির। 

গাজায় যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরাইল। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ, উত্তরে গাজা সিটি ও দেইর এল-বালাহর মতো কেন্দ্রীয় এলাকা অন্তর্ভুক্ত ছিল। এই হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৬২ জন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম