Logo
Logo
×

রাজনীতি

তিন দিন একই পোশাকে আছিয়ার মা, ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:২০ পিএম

তিন দিন একই পোশাকে আছিয়ার মা, ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

নির্যাতনে মৃত্যু হওয়া শিশুটির মা পরপর তিন দিন একই পোশাক ব্যবহার করছেন, ভিডিওতে এমন ছবি দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই পরিবারের সবার জন্য পোশাকসহ ঈদ উপহার পাঠিয়েছেন।

সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির বাড়িতে উপস্থিত হয়ে এই উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান ইমাম সুজা, আলমগীর হোসেনসহ জেলা ও শ্রীপুর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপি নেত্রী নেওয়াজ হালিমা আরলি সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতেই শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাছাড়া নির্যাতিত সকল শিশুর পাশে দাঁড়াতে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন। এদিকে বিগত কয়েক দিনের ভিডিও ছবি থেকে দেখেছেন শিশু আছিয়ার মা পরপর তিন দিন একই পোশাক ব্যবহার করছেন। এই ছবি দেখে তিনি পরিবারটির আর্থিক অবস্থা বুঝতে পেরে পরিবারের সবার জন্য পোশাকসহ ঈদ উপহার পাঠিয়েছেন। পরিবারটিও ঈদের উপহার পেয়ে খুশি হয়েছে জানতে পেরে আমরা আনন্দিত বলে তিনি জানান।

এদিকে প্রয়াত শিশুটির আত্মার মাগফিরাত কামনায় সোমবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে শোকার্ত মাগুরাবাসীর ব্যানারে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের তত্ত্বাবধানে আয়োজিত এ দোয়া ইফতার মাহফিলে তিন সহস্রাধিক মানুষ অংশ নেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম